Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

রেজিস্টে্শন সংক্রান্তঃ মাচ ২০০৪ হতে দিনাজপুর জেলা কমসংস্থান ও জনশক্তি অফিসে অন লাইনে নাম নিবন্ধনের কাজ অব্যাহত রয়েছে । এ পযন্ত অত্র অফিসে ৫৬০১জন বিদেশ গমনেচ্ছু কমী নিবন্ধন ফরম জমা দিয়েছেন। তার মধ্যে ৪২০৫জনকে নিবন্ধন কাড প্রদান করা হয়েছে এবং বাকি কাজ অব্যাহত রয়েছে।সেপ্টেম্বর২০১৬ পযন্ত দিনাজপুর জেলার মোট ১৬০৬৬জন কমী বিদেশে কমরত আছেন তন্মধ্যে মহিলা ২৪৫৩জন।

 

বিদেশে কমরত মৃত  বাংলাদেশি কমীদের আথিক ক্ষতিপূরণ আদায় ও বিতরণঃ   বিদেশে কমরত মৃত  বাংলাদেশি কমীদের আথিক ক্ষতিপূরণ যেমন মৃত্যৃজনিত ক্ষতিপূরণ,বকেয়া বেতন ও ইন্স্যরেন্স বাবদ এ পযন্ত অত্র অফিসের মাধ্যমে ৭১টি মৃতুজনিত কেসের উত্তরাধিগণকে ১,৫৯,৪৭,৩৯৯ টাকার চেক প্রদান করা হয়েছে।