Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

১.রেজিস্টে্শন সংক্রান্তঃ মাচ ২০০৪ হতে দিনাজপুর জেলা কমসংস্থান ও জনশক্তি অফিসে অন লাইনে নাম নিবন্ধনের কাজ অব্যাহত রয়েছে । এ পযন্ত অত্র অফিসে ৬২২৫জন বিদেশ গমনেচ্ছু কমী নিবন্ধন ফরম জমা দিয়েছেন এবং সকলকে নিবন্ধন কাড প্রদান করা হয়েছে ।১৩ফেব্র-২০২০খিঃপযন্ত দিনাজপুর জেলার মোট ২৩৫৯৮জন কমী বিদেশে কমরত আছেন তন্মধ্যে মহিলা ৪৯৩৪জন। ০৫ জানুয়ারী-২০১৭খিঃহতে১৩ফেব্র-২০২০খিঃপযন্ত দিনাজপুর জেলার মোট ১৩২৮৩জন কমীর ফিংগার পিন্ট করা হয়েছে।

২.বিদেশে কমরত মৃত  বাংলাদেশি কমীদের আথিক ক্ষতিপূরণ আদায় ও বিতরণঃ   বিদেশে কমরত মৃত  বাংলাদেশি কমীদের আথিক ক্ষতিপূরণ যেমন মৃত্যৃজনিত ক্ষতিপূরণ,বকেয়া বেতন ও ইন্স্যরেন্স বাবদ ১৩আগস্ট২০২০ পযন্ত অত্র অফিসের মাধ্যমে ১২০টি মৃতুজনিত কেসের উত্তরাধিগণকে ২,২০,২২,৬২৩টাকার চেক প্রদান করা হয়েছে।

 ৩. বিদেশে মৃত কর্মীদের লাশ দেশে আনা  ও দাফন খরচ প্রদানঃ (ক)প্রবাসে কর্মীর মৃত্যু হলে আবেদন পত্র সহ চাহিদা মত কাগজপত্র ও সহানীয় চেয়ারম্যান / পৌর মেয়র  নিকট হতে সত্যায়িত ছবি ঢাকা আমতর্জার্তিক বিমান বনন্দরের কল্যাণ ডেক্স দাখিল করন এবং যাচাই বাছাই সাপেক্ষে মৃতের লাশ এবং লাশ পরিবহন ও দাফন বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়

(খ) আর্থিক অনুদান প্রদানঃ মৃতের লাশ দাফনের পর মৃতের  ওয়ারিশগণকে চাহিদা মত কাগজ পত্র  ও ছবি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে দাখিল করতে হয় । দাখিলকৃত কাগজ পত্র যাচাই বাছাই এবং সরেজমিনে তদন্ত পূর্বক সঠিক হলে তা প্রবাসী কল্যা্ণ  ভবন ঢাকায় প্রেরণ করা হয়্। প্রবাসী কল্যাণ ভবণ কর্তৃক পরীক্ষা নিরীক্ষার পর সঠিক হলে চেক পাওয়া সাপেক্ষে ওয়ারিশগণকে চেক প্রদান করা হয় । 

৪. বিদেশে কর্মরত মৃত বাংলাদেশী কর্মীদের আর্থিক ক্ষতিপুরণ আদায় ও বিতরণঃ

          বিদেশে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপুরণ , বকেয়া বেতন, ইন্সুরেন্স এর জন্য প্রবাসী কল্যাণ ভবন ঢাকার চাহিদা মত কাগজপত্র ও ছবি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে দাখিল করতে হয় । দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই এবং সরেজমিনে তদমত পূর্বক সঠিক হলে তা প্রবাসী কল্যাণ ভবনে প্রেরণ করা হয় । প্রবাসী কল্যা্ণ ভব্ন কর্তৃক পরীক্ষা নিরীক্ষার পর সঠিক হলে এবং মৃত্যুবরণকারী দেশ থেকে অর্থ পাওয়া সাপেক্ষে ওয়ারিশগণকে চেক প্রদান করা হয় ।  

৫.  বিদেশ গমনেচছু কর্মীদের সচেতনতা বৃদ্ধিকরণঃ

      বিদেশ গমনেচছু কর্মীদের সচেতনতা বৃদ্ধি ও প্রতারণা রোধ কল্পে  অত্র জেলা কর্মসংসহান ও জনশক্তি     অফিসের আওতাধীন জেলা সমুহের প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় , উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়,ইউনিয়ন পরিষদ কার্যালয় ও  পৌরসভা   মেয়রের সহিত   যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধির নিমিত্তে মতবিনিময় সভা / আলোচনা সভা করা হয় ।  ইহা ছাড়া ও লিফলেট , পোষ্টার , পুস্তিকা ও হ্যান্ডবিল প্রদান করা হয়

৬.    ভিসার সঠিকতা  যাচাইঃ

      অত্র অফিসে ইউএই(দুবাই),সিংগাপুর,বাহারাইন, কাতার,সৌদিআরব ও ভিয়েতনাম এই ৬টিদেশের ভিসার
      সঠিকতা যাচাই করা হয়

৭.   রিক্রুট এজেন্সীর লাইসেন্স এর সঠিকতা যাচাইঃ

       অত্র অফিসে রিক্রzুট এজেন্সীর লাইসেন্স এর সঠিকতা যাচাই করা হয় ।

৮.   দেশী /বিদেশী  নিয়োগ বিজ্ঞপ্তি অত্র অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শনের মাধ্যমে চাকুরী প্রার্থীদের সহযোগিতা ও পরামর্শ প্রদান  করা   হয়। ইহা ছাড়াও অফিসে আগত চাকুরী    
      প্রার্থীদেরকে সচেতনতা বৃদ্ধি ও প্রতারণা
রোধকল্পে লিফলেট , হ্যান্ডবিল , পুস্তিকা  প্রদান করা হয় ।

 

প্রবাসীদের ÿতিপূরণ প্রদানের বিষয়ে বিসত্মারিত তথ্য

বাংলাদেশের কোন কর্মী প্রবাসে মৃত্যবরণ করলেঃ

ক)ঢাকা /চট্রগ্রাম/ সিলেট বিমান বন্দর হতে মৃতের লাশ ওয়ারিশদের নিকট হসত্মামত্মর করার সময় লাশ পরিবহন ও দাফন বাবদ ওয়ারিশদিগকে ৩৫০০০/-পয়ত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয় ।

খ) ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড হতে আর্থিক (তিন লÿ)টাকার ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদানের পত্র পাওয়ার পর পত্রের নির্দেশ অনুযায়ী (১)ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশন কাউন্সিলের নিকঠ হতে দাপ্তরিক প্যাডে মৃতের পরিবারের সদস্য সনদপত্র

গ)৪০০(চারশত)টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দায়মুক্তি সনদ, অঙ্গীকারনামা ও ÿমতা অর্পন পত্র (নমুনা মোতাবেক) সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশন কাউন্সিলর কৃর্তক স্বাÿরিত এবং উপজেলা নির্বাহী অফিসারের সিটি কর্পোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  কর্তৃক প্রতিস্বাÿরিত।

ঘ)অর্থ গ্রহণ কারীর ব্যাংক হিসাব নম্বরের বিষয়ে সংশিস্নষ্ট ব্যাংকের প্রত্যয়ন পত্র।

পরিবারের প্রত্যেক সদস্যের তিন কপি সত্যয়িত পাসপোর্ট সাইজের ছবি। এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কৃর্তক তদমত্ম প্রতিবেদন পত্র একটি প্রতিবেদন প্রবাসী কল্যাণ ভবনে প্রেরন করিতে হয়। উক্ত অফিস হতে চেক পাওয়া স্বপÿÿ মৃতের ওয়ারিশগণকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

প্রবাসীদের পাওয়ার অব এটর্নী সংক্রামত্ম তথ্যঃ

২।প্রবাসী কর্মী যে. দেশে মৃত্যবরণ করেন তার মৃত্যুজনিত ÿতিপূরণ আদায়ে মামলা দায়ের হলে মৃতের ওয়ারিশগণ ব্যক্তিগত ভাবে পাওয়ার অব এটর্নী প্রদান করতে পারেন। মৃতের ওয়ারিশগণ ব্যক্তিগতভাবে পাওয়ার অব এটর্নী প্রদান না করলে সেই দেশের দূতাবাস কৃর্তক পাওয়ার অব এটর্নী  চাওয়া হয়। তখন অত্র অফিস হতে ওয়ারিশদের সহিত যোগাযোগ করে পাওয়ার অব এর্টনী প্রবাসী কল্যাণ ভবনে প্রেরন করা হয় ।

৩। প্রবাসীদের অভিযোগ সংক্রামত্ম বিষয়ে বিসত্মারিত তথ্য ক) প্রবাসীদের কে অভিযোগ অফিসে দাখিল কররে তা ওয়েজ আর্নার্স বোর্ড  প্রবাসী  কল্যাণ ভবনে প্রেরন করা হয় এবং প্রয়োজন হলে তদমত্ম পূর্বক প্রতিবেদন ঢাকা অফিসে প্রেরণ করা হয় ।